বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ - ২১:৩৫
ইরান এক্সপো ২০২৫-এ অংশ নিচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিতব্য ৭ম ইরান এক্সপো ২০২৫ (২৮ এপ্রিল - ২ মে) এবং ইরান ইন্টারন্যাশনাল ট্যুর অপারেটর্স ফোরাম (আইটিএফ ২০২৫)-এ বাংলাদেশ থেকে তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমন্ত্রিত হয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি’র প্রাপ্ত তথ্যমতে এবারের ইরান এক্সপোতে আমন্ত্রিত বাংলাদেশী প্রতিনিধি দলে রয়েছেন- ইমাম হোসাইন (আ.) ট্যুর এন্ড ট্রাভেলের স্বত্বাধিকারী ও পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আমজাদ হোসাইন। তার সফরসঙ্গী হবেন- ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিনিধি জনাব শাহবাজ হোসেন এবং পর্যটন ও বাণিজ্য খাতের বিশেষজ্ঞ জনাব মুহাম্মাদ জাকারিয়া। 

এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ইরানের রপ্তানি সম্ভাবনা, পর্যটন ও বাণিজ্যিক সুযোগ নিয়ে আলোচনা হবে। এতে ১১০টি দেশের ৪,০০০ এরও বেশি ব্যবসায়ী ও পর্যটন অপারেটর অংশ নিচ্ছেন।

বাংলাদেশি প্রতিনিধিদল ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন। 

ইরান এক্সপো ২০২৫-এ খাদ্য, কৃষি, পর্যটন, হস্তশিল্প, পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন খাতের ১,০০০ কোম্পানি অংশগ্রহণ করছে। এছাড়া, আইটিএফ ২০২৫ ফোরামে বিশ্বব্যাপী ট্যুর অপারেটরদের সাথে নেটওয়ার্কিং ও সমঝোতা চুক্তি স্বাক্ষরের সুযোগ থাকবে। 

এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছে ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha